৫৯টি জেলা পরিষদের নির্বাচনে ৪৯টিতেই চেয়ারম্যান পদে জয় পেয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগ–সমর্থিত প্রার্থীরা। এর মধ্যে বিনা ভোটে চেয়ারম্যান হয়েছেন ২৫ জন। আওয়ামী লীগের সমর্থন না পেয়ে ‘বিদ্রোহী’ প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় পেয়েছেন ৬ জন। এ ছাড়া জাতীয় পার্টির (জাপা) একজন চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন। আর কোনো দলের সমর্থন ছাড়া স্বতন্ত্র ৩ জন প্রার্থী জয় পেয়েছেন।
গতকাল সোমবার দ্বিতীয়বারের মতো জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকারের এই নির্বাচন নির্দলীয় হলেও আওয়ামী লীগ আনুষ্ঠানিকভাবে চেয়ারম্যান পদে দলীয় সমর্থন ঘোষণা করেছিল। এমনকি দল–সমর্থিত প্রার্থীদের নামও প্রকাশ করেছিল।