সাধারণভাবে দ্বিমুখী সংকটে আছে বাংলাদেশ। একদিকে জ্বালানিপণ্যের মূল্য বৃদ্ধির কারণে আমদানি ব্যয় বেশি হচ্ছে। অপরদিকে বাড়তি ডলার জোগান দিতে রেমিট্যান্সের ওপর নির্ভরশীলতা বাড়ছে। দুই ক্ষেত্রে মধ্যপ্রাচ্যের সবচেয়ে প্রভাবশালী দেশ সৌদি আরব সহায়তা করতে পারে বাংলাদেশকে। সেজন্য ওই দেশের সঙ্গে রাজনৈতিক যোগাযোগ আরও বাড়াতে ক্রাউন প্রিন্স মোহাম্মেদ বিন সালমানকে বাংলাদেশ সফরের জন্য ইতোমধ্যে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, সৌদি আরবের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র অনেক বেশি বিস্তৃত এবং গভীর। এরমধ্যে অভিবাসন, জ্বালানি সহযোগিতা, বিনিয়োগ, বাণিজ্য, নিরাপত্তাসহ আরও অনেক বিষয় রয়েছে।