শ্রীলঙ্কার কথা এখন হারিয়েই গেছে

প্রথম আলো শাহদীন মালিক প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১৮:৪৪

একটা সহজ কাজ বাংলাদেশের অসংখ্য মানুষ দল বেঁধে অথবা এমনকি এককভাবেও সানন্দে এবং দায়িত্ব নিয়েও করতে পারে। ধরুন, কাউকে দায়িত্ব দেওয়া হলো অনেকগুলো সড়ক-মহাসড়ক, সেতু-মহাসেতু, ছয় লেন, আট অথবা দশ লেন ইত্যাদি নির্মাণ করার; সঙ্গে আরও জুড়ে দেওয়া হলো ৩০, ৪০ অথবা ৫০ তলা কিছু ইমারতও। মোটামুটি একটা হিসাব করে এ সবকিছু নির্মাণের যৌক্তিক খরচ হবে এক লাখ কোটি টাকা। তবে আপনার জন্য বরাদ্দ দুই লাখ কোটি টাকা। নিশ্চয়ই করতে পারবেন। সানন্দেই।


এ রকম সহজ কাজের ভূরি ভূরি উদাহরণ দেওয়া যায়। লেখালেখিতে বা টেলিভিশনের টক শোতে ঘুরেফিরে কথাগুলো অনেকবারই এসেছে। আপনাকে ৫০ মেগাওয়াটের বিদ্যুৎকেন্দ্রের অনুমতি দেওয়া হলো। কেন্দ্র নির্মাণ শেষে আপনার সঙ্গে সরকারের চুক্তি হলো আপনি সরকারকে ৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করবেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us