স্কুলভীতি দূর করা জরুরি

প্রথম আলো প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২২, ১৭:৪১

স্কুলপড়ুয়া কোনো শিক্ষার্থীকে যদি প্রশ্ন করেন, তোমার স্বপ্ন কী অথবা তুমি কী হতে চাও? এমন প্রশ্নের উত্তরে কেউ বলবে আমি ডাক্তার হব, কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হব। বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্নের কথাও হয়তো বলবে কেউ কেউ। ‘ভালো মানুষ হব’—এমন উত্তর বোধ হয় আপনি পাবেন না।


আমরা এমন এক সমাজে বাস করি, যা অনেকটাই অনুকরণপ্রিয়। এই ধ্যানধারণা থেকে বের হয়ে নতুন সমাজ গঠন করতে হলে শিক্ষানীতিতে বেশ কিছু পরিবর্তন প্রয়োজন। শিক্ষার মূল উদ্দেশ্য হতে হবে জ্ঞান অর্জন, যা বাস্তব জীবনে প্রয়োগের মাধ্যমে একজন শিক্ষার্থী নতুন কিছু উদ্ভাবন করতে পারবে। নিজেকে ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারবে। এখনকার শিক্ষার্থীরাই আগামী দিনে দেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে আসন গ্রহণ করবে। তাই এখন থেকেই তাদের ভালো মানুষ হওয়ার চর্চা নিশ্চিত করতে হবে। এ জন্য প্রয়োজন প্রতিযোগিতামূলক শিক্ষানীতি থেকে বের হয়ে আসা, প্রয়োজন নৈতিকতা, মানবিকতা ও মূল্যবোধ বিষয়ে গুরুত্ব দেওয়া। কারিগরি শিক্ষার প্রসার ঘটানোও জরুরি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us