গাইবান্ধা-৫ উপ নির্বাচনে অনিয়ম চিহ্নিত করে সুপারিশ দিতে ৬৮৫ জনের বক্তব্য নেবে নির্বাচন কমিশনের তদন্ত কমিটি। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার নির্বাচনী এলাকায় গিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলবেন তদন্ত কমিটির সদস্যরা।
তদন্ত কমিটির আহ্বায়ক ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কাজ শুরু করেছি। কার্যপরিধি মেনে কমিটি বন্ধ ঘোষিত কেন্দ্রগুলোর সংশ্লিষ্ট কর্মকর্তা, আইন শৃঙ্খলাবাহিনীর সদস্য, গণমাধ্যমকর্মী, রিটার্নিং অফিসার, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে কথা বলব। ইতোমধ্যে এ সংক্রান্ত নোটিসও জারি করা হয়েছে।”
৬৮৫ জনের শুনানি করে নির্ধারিত সময়ের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়া যাবে বলে আশা করছেন এ কর্মকর্তা।
তিনি বলেন, “আমরা আজ গাইবান্ধা যাচ্ছি। নির্ধারিত সময়ে নির্ধারিত স্থানে সংশ্লিষ্টদের বক্তব্য নেওয়া হবে। আশা করি ৭ কার্যদিবসের মধ্য সুপারিশ চূড়ান্ত করা যাবে।”