পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান শহরের একটি হাসপাতালের ছাদে পরিত্যক্ত অবস্থায় অসংখ্য পচা ও গলিত লাশ মিলেছে। লাশের সংখ্যা পাঁচ শতাধিক হতে পারে বলে দাবি করা হচ্ছে।
বিষয়টি তদন্ত করতে ছয় সদস্যের কমিটি গঠন করেছেন পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী চৌধুরী পারভেজ এলাহী। এ ছাড়া হাসপাতালের পক্ষ থেকে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
মুখ্যমন্ত্রী বলেছেন, হাসপাতালের ছাদে লাশ ফেলে রাখা অমানবিক। দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত।
এদিকে দাবিহীন ও অজ্ঞাতপরিচয় লাশগুলো কিভাবে মেডিক্যাল শিক্ষার্থীদের শিক্ষার কাজে ব্যবহৃত হয়, এর ব্যাখ্যা দিয়েছেন