শৈশব কাটছে টিভি-ফোনে, স্ক্রিন আসক্তি কাটবে কীসে?

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২২, ১০:৩৮

“যখনই খাবার সময় হবে, বাচ্চারা সেটা খাবে টিভি দেখতে দেখতে। টিভি বন্ধ করে দিলাম তো ফোন দেখতে থাকবে। ফোনটা নিয়ে নিলাম তো আবার টিভি। ওরা ফোন বা টিভি ছাড়া থাকতেই পারছে না।”


শিশু-কিশোরদের স্মার্টফোন আসক্তি, আরও বিশদে বলতে গেলে স্ক্রিন আসক্তি নিয়ে অভিভাবকদের কীভাবে হিশশিম খেতে হচ্ছে, সে কথা বলছিলেন ঢাকার পল্লবী এলাকার বাসিন্দা নুসরাত আহ‌মেদ।


তার মেয়ের বয়স ১২ বছর, ছেলের চলছে ৯। মেয়ের নিজের ফোন থাকলেও ছোটো ছেলে মায়ের ফোন নিয়েই মগ্ন থাকে দিনের বড় একটা সময়; হয় কোনো গেইমে, নয়ত ইউটিউবে।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপে নুসরাত জানালেন, ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়েকে এখনি ফোন কিনে দেওয়ার ইচ্ছা তার ছিল না। ফোনটা সে পেয়েছে বড় চাচার কাছ থেকে উপহার হিসেবে।


”ও অবশ্য পড়ালেখা ঠিক রেখে ফোন নিয়ে বসে, নির্দিষ্ট সময় দেখে। তবুও মনে হয় ফোনে একটু বেশি সময় দেয়। আর ছোটটা আমার ফোন নিয়ে বসে থাকে সব সময়।”


শিশু-কিশোরদের হাতে কোন বয়সে ফোন দেওয়া উচিৎ?  স্ক্রিন টাইম কতক্ষণ হলে সেটা শিশু-কিশোরদের ক্ষতির কারণ হবে না?

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us