রাশিয়ার একটি সামরিক প্রশিক্ষণ কেন্দ্রে বন্দুকধারীর হামলায় ১১ প্রশিক্ষণার্থী সেনা নিহত হয়েছে। এ সময় আহত হয় আরো ১৫ জন। গতকাল শনিবার ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে এ ঘটনা ঘটে। খবর বিবিসি।
রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়া জানিয়েছে, আগ্নেয়াস্ত্র নিয়ে প্রশিক্ষণের সময় স্বেচ্ছায় যুদ্ধ দেয়া একটি দলের ওপর দুই হামলাকারী গুলি চালায়। পাল্টা গুলিতে তারা নিহত হয়েছে।
তবে স্বাধীন কিছু রুশ গণমাধ্যম জানায়, হতাহতের পরিমাণ সরকারী ভাষ্যের চেয়েও বেশি।
হামলাকারীরা সাবেক সোভিয়েত প্রজাতন্ত্রের বাসিন্দা উল্লেখ করলেও রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তাদের সম্পর্কে বেশি কিছু জানায়নি।
এক বিবৃতিতে বলা হয়, আগ্নেয়াস্ত্র প্রশিক্ষণের সময় স্বেচ্ছায় বিশেষ সামরিক অভিযানে অংশ নেয়া ইউনিটের কর্মীদের ওপর দুই সন্ত্রাসী ছোট অস্ত্র দিয়ে গুলি করে।