স্টিম মোবাইল অ্যাপের নতুন ভার্সন আনল ভালভ

বণিক বার্তা প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ১১:২৯

অ্যান্ড্রয়েড ও আইওএস প্লাটফর্মের ব্যবহারকারীদের জন্য নতুন ডিজাইনের স্টিম মোবাইল অ্যাপ চালু করেছে ভালভ। চলতি বছরের আগস্ট থেকে প্রতিষ্ঠান নতুন ভার্সনটির পরীক্ষা চালিয়ে আসছিল। খবর এনগ্যাজেট।


অ্যাপটির বেটা ভার্সনের জন্য স্বেচ্ছাসেবী পরীক্ষক অনুসন্ধানের সময় ডেভেলপাররা জানিয়েছিল, তারা নতুন ফ্রেমওয়ার্ক ও আধুনিক ডিজাইনের মাধ্যমে এটি তৈরি করেছে। এছাড়া নতুন অ্যাপে একাধিক নতুন ফিচার যুক্তের কথাও জানানো হয়েছিল। যার মধ্যে কিউআর কোড স্ক্যান করার মাধ্যমে প্রবেশের সুবিধা রয়েছে।


নতুন সাইন ইন অপশনের মাধ্যমে ব্যবহারকারীদের ইউজারনেম ও পাসওয়ার্ড টাইপ করা ছাড়াই স্টিম অ্যাকাউন্টে লগইন করার সুবিধা দিচ্ছে ভালভ। এ পদ্ধতিতে ব্যবহারকারীর ফোনে থাকা টু-ফ্যাক্টর অথেনটিকেশন ক্রেডেনশিয়ালের মাধ্যমে পরিচয় যাচাই করে। যদি কোনো ব্যবহারকারী স্টিমের কিউআর সাইন ইন পদ্ধতি ব্যবহার করে, তাহলে তাদের বিস্তারিত তথ্যসহ একটি কনফারমেশন পেজ দেখানো হবে। বিশেষ করে যে স্থান থেকে যে ডিভাইস ব্যবহার করে লগইন করা হয়েছে সেটির ম্যাপ লোকেশন। এর মাধ্যমে ব্যবহারকারী নিজেই নিজের লগইন প্রচেষ্টা নিশ্চিত করতে পারবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us