হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কেজিতে ৯-১০ টাকা বেড়েছে

বণিক বার্তা প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২২, ১১:২৬

বন্যার কারণে ভারতের বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি ও আমদানি কমার অজুহাতে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে দাম বেড়েছে কেজিতে ৯-১০ টাকা করে। একইভাবে হিলি বাজারে খুচরাতেও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৮ টাকা। হঠাৎ আবারো দাম বাড়ায় বিপাকে পড়েছে বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকারসহ নিম্ন আয়ের মানুষ।


হিলি স্থলবন্দর সূত্রে জানা গিয়েছে, বন্দর দিয়ে ইন্দোর, নাসিক ও নগর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। বন্দরে ইন্দোর জাতের পেঁয়াজ বর্তমানে প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩১-৩২ টাকা দরে, যা আগে ছিল ২২-২৪ টাকা। এছাড়া নগর জাতের পেঁয়াজ ৩৬-৩৭ টাকা বিক্রি হচ্ছে, যা আগে ছিল ২৬-২৭ টাকা। আর নাসিক জাতের পেঁয়াজ ৩৮-৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, যা আগে ৫-৭ টাকা কমে বিক্রি হয়েছিল।


হিলি বাজারে পেঁয়াজ কিনতে আসা ইকবাল হোসেন বলেন, একে তো এ সময়ে আমাদের কোনো কাজকর্ম নেই, যার কারণে আমাদের আয়-রোজগার কম হচ্ছে। এর ওপর নতুন করে পেঁয়াজের দাম বাড়ায় আমরা চরম বিপাকের মধ্যে পড়ে গিয়েছি। যে পেঁয়াজ কয়েকদিন আগে কিনলাম ২০-২২ টাকা, তা এখন ২৮-৩০ টাকা। বাধ্য হয়ে কিছুটা খারাপ পেঁয়াজ কম দামে কিনছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us