পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতি রমিজ রাজা জানিয়েছেন, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসর হবে নিলাম পদ্ধতিতে। তবে সেটা সম্ভব হচ্ছে না। আগের মতো প্লেয়ার্স ড্রাফটের আদলেই খেলোয়াড় নিবে দলগুলো। ভারতের আদলে পিএসএলকে সাজাতে মহা পরিকল্পনা করেছিলেন রমিজ রাজা। তারই অংশ ছিলো নিলাম পদ্ধতি। তবে ফ্র্যাঞ্চাইজি মালিকদের আপত্তির কাছে ধোপে টিকলো না এই প্রস্তাবনা।
তাই আগের আসরের আদলেই হচ্ছে সব কিছু। পাকিস্তান ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরের ড্রাফট অনুষ্ঠিত হবে আগামী ১৮ নভেম্বর। ড্রাফট থেকে নিজেদের পছন্দ মতো প্লেয়ার কিনে দল সাজাবে ফ্র্যাঞ্চাইজিগুলো। নিলাম পদ্ধতি কার্যকর না হলেও টুর্নামেন্ট অংশ নেয়া ক্রিকেটারদের বেতন বাড়ানোর পক্ষে রাজি হয়েছে পিসিবি ও ফ্যাঞ্চাইজিগুলো। যদিও এখনও পর্যন্ত এই ব্যাপারে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি পিএসএলের আয়োজকরা। তবে সামনেই জানানো হবে। পিএসএল চলাকালেই বিশ্বের অনেক জায়গায় চলবে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট। বিদেশী প্লেয়ারদের পাওয়া নিয়ে দেখা দিতে পারে শঙ্কা। তাই আগে থেকেই প্রস্তুতি নিয়ে রাখছে পিসিবি।