দেশে যখন করোনার প্রথম থাবা এসেছিল, তখন জীবন বাঁচাতে হলেও মানুষ হাত ধোয়ার বিষয়ে মনোযোগী ছিল। সাবান কিংবা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার কাজ ছিল প্রতিদিনের রুটিনের অংশ। করোনা যতটা দুর্বল হতে শুরু করেছে, কিংবা তার বিরুদ্ধে লড়াইটা জোরদার হয়েছে, অমনি সঙ্গে সঙ্গে চলে গেছে হাত ধোয়ার বিষয়টা। এখন কেউ হাত ধোয় না বললেই চলে। চার বছর আগে ওয়াটারএইড ও ইউনিসেফের সহায়তায় বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) পরিচালিত দেশব্যাপী জাতীয় সমীক্ষায় দেখা গেছে, হাত ধোয়ার জ্ঞান থাকলেও তা প্রতিপালনে সবার মাঝে অনীহা রয়েছে।
ন্যাশনাল হাইজিন সার্ভে ২০১৮ সালের তথ্য বলছে, ৫৫ শতাংশ উত্তরদাতা জানিয়েছে, টয়লেটের পর সাবান দিয়ে হাত ধুতে হয়, ৪০ শতাংশ বলেছেন খাওয়ার আগে, ৩৬ শতাংশ বলেছেন খাবার তৈরির আগে, ১৫ শতাংশ বলেছেন শিশুদের খাওয়ানোর আগে এবং ৯ শতাংশ বলেছেন শিশুকে শৌচ করানোর আগে হাত ধোয়ার কথা। অর্থাৎ হাত ধোয়ার সাধারণ জ্ঞান তাদের আছে।