অস্ট্রেলিয়া পৃথিবীর অন্যতম একটি অভিবাসনবান্ধব দেশ। শিক্ষা, কর্ম ও স্থায়ী বসবাসের জন্য দেশটিতে অভিবাসনে ইচ্ছুক বহু দেশের মানুষ। আর এখানে অভিবাসনে ইচ্ছুকেরা যে কেবল তৃতীয় বিশ্বের বাসিন্দা, এমনটা নয়। অস্ট্রেলিয়ায় অভিবাসীদের মধ্যে সবচেয়ে বড় জনগোষ্ঠী যুক্তরাজ্যের। এরপর ভারত, চীন ও যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ায় অভিবাসন গ্রহণের ক্ষেত্রে অভিবাসনে ইচ্ছুকদের কতটা আশা রাখা উচিত—সেই ধারণা থাকছে এ লেখায়।
করোনা মহামারি পরবর্তী সময় অস্ট্রেলিয়া দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে এমনটা বলা যায়। ক্ষমতার রদবদলে দেশটিতে বিরোধী দল লেবার পার্টি সরকার গঠন করেছে। সবকিছু মিলিয়ে চলতি সময় দেশটির অভিবাসনপ্রক্রিয়া শিথিল রয়েছে। করোনাকালীন আটকে পড়া বা ভিসার মেয়াদ চলে গেছে, এমন ভিসাধারী ব্যক্তিদের দ্রুত অভিবাসনের সুযোগ করে দেওয়াসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। আর দেশটিতে বসবাসরত কর্ম ভিসায় অস্থায়ী বাসিন্দাদের স্থায়ী হওয়ার সুযোগও বৃদ্ধি করা হয়েছে। তবে অভিবাসন বিভাগের নেওয়া এমন বেশ কিছু সময়োপযোগী প্রকল্পকে ভিন্নভাবে উপস্থাপন করছেন অনেকে।