চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় মা ইলিশ ধরায় পাঁচ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার দুপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ রায় দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিসেট্রট এ.আর.এম জাহিদ হাসান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, মা ইলিশ রক্ষায় মেঘনা নদীর রাজরাজেশ্বর, কাচিঘাটা, আমিরাবাদ, মিনি কক্সবাজারসহ বিভিন্ন জলভাগে অভিযান চালায় টাস্কফোর্স। অভিযানে প্রায় পাঁচ হাজার মিটার জাল ও ৩০ কেজি ইলিশসহ পাঁচ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১৪ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।