আমি সিইসি হলেও নিজের ভোটটা দিতে পারব কিনা সন্দেহ: গয়েশ্বর

সমকাল প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ১৯:৫২

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, জনগণ চায় অবাধ ও সুষ্ঠু নির্বাচন। যা বর্তমান সরকারকে ক্ষমতায় রেখে সম্ভব নয়। গাইবান্ধার উপ-নির্বাচনই তার প্রমাণ। এই সরকারের হাতে ন্যূনতম ক্ষমতা থাকা অবস্থায় কোনো নির্বাচন কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়। কেউ কেউ বলছে নির্বাচন কমিশন যে সৎ তা প্রমাণ করার জন্য সম্ভবত এই নির্বাচন স্থগিত করেছে। পাশাপাশি তাদের অক্ষমতাও পরিষ্কারভাবে প্রমাণিত। সুতরাং, আমাকেও যদি প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) করা হয়, আমি নিজের ভোটটা দিতে পারব কিনা সন্দেহ।


আজ শুক্রবার দুপুরে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে বিএনপির খুলনা বিভাগীয় সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। আগামী ২২ অক্টোবর নগরীর সোনালী ব্যাংক চত্বরে খুলনা বিভাগীয় গণসমাবেশ উপলক্ষে বিএনপি এই সভার আয়োজন করা হয়।


গয়েশ্বর বলেন, আমাদের লক্ষ্য আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করা। সরকার নতুন নতুন কৌশলে বাধা দেয়। যদি এমন কোনো বাধা আসে, যেখানে বাধা দেওয়া হবে, সেখানে যুদ্ধ শুরু করতে হবে। এই বিভাগীয় সমাবেশ সফল করতে হবে। 


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৯ মাস, ১ সপ্তাহ আগে

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us