খাবার কিনে চার গুণ বেশি বিল দিলেন বাইডেন

প্রথম আলো প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ১৭:২৮

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দোকান থেকে খাবার কেনার পর বিলের প্রায় চার গুণ বেশি অর্থ পরিশোধ করেছেন। খবর এএফপির।


গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস সফরকালে একটি খাবারের দোকানে ঢুঁ মারেন ৭৯ বছর বয়সী বাইডেন। দোকানটিতে তিনি খাবার ফরমাশ দেন। খাবারের দামে বড় ধরনের ছাড় দেয় কর্তৃপক্ষ। কিন্তু বাইডেন ছাড় না নিয়ে উল্টো বিলের প্রায় চার গুণ বেশি অর্থ দেন।


ক্যালিফোর্নিয়ার আইনপ্রণেতা কারেন বাস ও লস অ্যাঞ্জেলেসের কাউন্টি সুপারভাইজার হিলডা সোলিসকে সঙ্গে নিয়ে ‘টাকোস ১৯৮৬’ নামের দোকানটিতে গিয়েছিলেন বাইডেন। বাইডেন দুটি কোয়েসাদিল্লা ও ছয়টি টাকো অর্ডার করেন।


খাবার বিতরণকারী ব্যক্তি বাইডেনকে জানান, তিনি মোট বিলের ওপর ৫০ শতাংশ ‘পাবলিক সার্ভিস’ ছাড় পেয়েছেন। মূল্য ছাড়ের পর বিল আসে ১৬ দশমিক ৪৫ ডলার।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us