ইউক্রেনে রুশ হামলার জেরে জ্বালানি সংকট ক্রমে বেড়েই চলেছে। বিবিসি জানিয়েছে, সংকটের এই পরিস্থিতিতে ইউরোপীয় সংহতির অংশ হিসেবে প্রথমবার জার্মানিতে গ্যাস পাঠিয়েছে ফ্রান্স। বিবিসির ওই প্রতিবেদনে আরো বলা হয়েছে, দুই দেশের জ্বালানি ঘাটতি হ্রাসের লক্ষ্যে স্বাক্ষরিত চুক্তির অংশ হিসেবে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পাঠানো হয়েছে। ইউরোপের দেশগুলোতে রাশিয়া থেকে জ্বালানির সরবরাহ কমে যাওয়ার ফলে চুক্তিটি করেছে জার্মানি ও ফ্রান্স।
ফ্রান্সের পাঠানো এই গ্যাস জার্মানিতে প্রয়োজনীয় জ্বালানির দুই শতাংশেরও কম। তার পরেও জ্বালানি ঘাটতি মেটানোর জন্য বিভিন্ন উৎস খোঁজা জার্মানি এই জ্বালানির জন্য ফ্রান্সকে ধন্যবাদ জানিয়েছে। ফ্রান্সের গ্রিড অপারেটর জিআরটিগ্যাজ বলেছে, প্রাথমিকভাবে প্রতিদিন ৩১ গিগাওয়াট ঘণ্টা পাঠাবে।