You have reached your daily news limit

Please log in to continue


গ্রুপ চ্যাটে নতুন ফিচার আনছে হোয়াটসঅ্যাপ

গ্রুপ চ্যাটে অংশগ্রহণকারীদের সংখ্যা বাড়ানোর নতুন ফিচার আনতে কাজ করছে মেটা মালিকানাধীন মেসেজিং প্লাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন ফিচার চালু হলে গ্রুপে ১ হাজার ২৪ জন অংশ নিতে পারবে। খবর গ্যাজেটস নাউ।

প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুযায়ী, হোয়াটসঅ্যাপে বর্তমানে গ্রুপ মেসেজ প্রদানের সময় একসঙ্গে মোট ৫১২ জনকে যুক্ত করা যায়। নতুন ফিচার চালু হলে এ প্রতিবন্ধকতা দূর হবে। এর আগে মাত্র ২৫৬ জনকে একত্রে গ্রুপ মেসেজ পাঠানো যেত। কিন্তু হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষের ধারণা অনুসারে যা মোটেই যথেষ্ট ছিল না। তাই ২০২২ সালের জুনে জানানো হয়, এখন থেকে হোয়াটসঅ্যাপের গ্রুপ চ্যাটে ৫১২ সদস্য যুক্ত করা যাবে।

ব্যবসা-বাণিজ্যসংক্রান্ত ভার্চুয়াল মিটিং কিংবা বার্তা প্রদানের সময় একসঙ্গে অনেক বেশি সদস্য যুক্ত করার প্রয়োজন পড়ে। বিশেষ করে, হোয়াটসঅ্যাপকে কোনো প্রতিষ্ঠান যদি তাদের প্রধান যোগাযোগ অ্যাপ হিসেবে ব্যবহার করে। সেক্ষেত্রে ২৫৬ জন মোটেই যথেষ্ট নয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন