একজন দিয়ে চলছে স্বাস্থ্যকেন্দ্র

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২২, ০৮:১৮

জনবল সংকটে ব্যাহত হচ্ছে খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাবুছড়া ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা। এক কর্মকর্তা দিয়েই চলছে এই স্বাস্থ্যকেন্দ্র। ফলে চিকিৎসাবঞ্চিত হচ্ছেন ইউনিয়নের ৩০ হাজার মানুষ।


এলাকাবাসী বলছেন, স্বাস্থ্যকেন্দ্রে যিনি দায়িত্বে আছেন তিনি ঠিকমতো দায়িত্ব পালন করেন না। ফলে চিকিৎসা পাওয়ার জন্য ১৫ কিলোমিটার দূরে দিঘীনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা ৩৫ কিলোমিটার দূরে খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে যেতে হয়। এতে ভোগান্তি ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন এলাকাবাসী। তাদের দাবি, চিকিৎসক ও জনবল নিয়োগ দিয়ে সরকার স্বাস্থ্যসেবা নিশ্চিত করলে গ্রামীণ জনগোষ্ঠী উপকৃত হবেন।


বাবুছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান বলেন, ‘দিঘীনালা উপজেলার দুর্গম ও জনবহুল ৫ নম্বর ইউনিয়ন বাবুছড়ার ৪৩ গ্রামের ৩০ হাজার মানুষের একমাত্র ভরসাস্থল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র। এটি বাবুছড়া বাজারের পাশে অবস্থিত। এখন জনবল সংকটে মুখ থুবড়ে পড়েছে প্রায় ৩৫ বছরের পুরনো এই স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসাসেবা।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us