নিজেদের মাঠে ভিনদেশি চারটি দল ফাইনালে উঠার লড়াই করছে। অথচ তাতে নেই স্বাগতিক বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে সহজ ম্যাচ হাতছাড়া, আরব আমিরাতের বিপক্ষে ভাগ্যের ছোঁয়া না থাকা; সব মিলে নারী এশিয়া কাপ ছিটকে গেছে বর্তমান চ্যাম্পিয়নরা। নিগারদের হতাশায় মোড়ানো পারফরম্যান্স নিয়ে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিসিবির পরিচালক ও উইমেন্স কমিটির চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। দলের ব্যর্থতাকে নিজেদের ব্যর্থতা হিসেবে দেখছেন এই পরিচালক।
শফিউল আলম নাদেলের হতাশ হওয়াটা স্বাভাবিক। কেননা তার তত্ত্বাবধানেই চলছে নারী ক্রিকেট দলের কার্যক্রম। দল হিসেবে তাদের সাফল্যও কম নয়। কিন্তু ঘরের মাঠে এভাবে ব্যর্থ হওয়ার পর সমালোচনার ঝড় উঠেছে। সিলেটের মাটিতে বাংলাদেশ অন্তত ফাইনাল খেলবে এমন প্রত্যাশায় ছিলেন তিনি। দেখা গেলো বাস্তবে প্রাপ্তি এবং প্রত্যাশার মধ্যে বিস্তর ফারাক। ছোট দলের বিপক্ষে জিতলেও ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে সামান্যতম লড়াইও করতে পারেনি।