নেটমাধ্যমে মাঝেমধ্যেই এমন এমন খবর চাউর হয় যা দেখে চোখ কপালে ওঠে সকলের। সম্প্রতি কেরলের এক কলেজের কীর্তি দেখে হতবাক নেটাগরিকরা। নতুন ছাত্রছাত্রীদের কলেজে স্বাগত জানাতে যেই পোস্টার বানানো হয়েছে, তাতে ব্যবহার করা হয়েছে মিয়া খলিফা ও সানি লিওনির ছবি।
মিয়া ও সানি দু’জনেই এক সময় প্রাপ্তবয়স্কদের জন্য তৈরি ছবিতে অভিনয় করতেন— এ কথা কারও অজানা নয়। ছাত্রছাত্রীদের স্বাগত জানাতে কেন হঠাৎ মিয়া-সানির ছবি ব্যবহার করা হল, সেই নিয়ে নেট জুড়ে উঠেছে নানা প্রশ্ন।
যদিও যুব সমাজের মধ্যে এই দুই তারকার জনপ্রিয়তা তুঙ্গে, তবুও কলেজের পোস্টারে তাঁদের ছবি ব্যবহার করে কী বার্তা দিতে চাইছেন তাঁরা, সেই নিয়ে উঠেছে প্রশ্ন।