বাংলাদেশে গত সপ্তাহে বিদ্যুৎ বিপর্যয়ের পর দেশের বিস্তৃত অঞ্চলজুড়ে ব্ল্যাকআউটের ঘটনা ইঙ্গিত দেয় কীভাবে এত বছর পরেও ইউরোপের মতো উন্নত বিশ্বের ভবিষ্যৎ চাহিদা পূরণে উন্নয়নশীল দেশগুলো বলিদান দিচ্ছে।
রয়টার্সের প্রতিবেদন অনুসারে গত ৫ অক্টোবর বাংলাদেশের ৭৫ শতাংশ থেকে ৮০ শতাংশ অঞ্চলজুড়ে গ্রিড বিপর্যয় দেখা দেয়। সরকারি নথি অনুযায়ী দেশের গ্যাসচালিত ৭৭টি ইউনিটের এক-তৃতীয়াংশেরও বেশি ইউনিটে জ্বালানি ঘাটতি ছিল।
পরিস্থিতি এতটাই ভয়াবহ ছিল যে স্কুলগুলোও বন্ধ ঘোষণা করতে হয়েছে। কিন্তু এর দায় কার? স্পষ্টভাবেই এই পুরো বিপর্যয়ের জন্য দায়ী ইউরোপ।
বাংলাদেশের প্রায় ১৭ কোটি মানুষের মধ্যে প্রায় ১০ কোটির বেশি মানুষের ওপর ইউরোপে বাড়তি জ্বালানি চাহিদার প্রভাব পড়েছে। ইউক্রেন যুদ্ধ, জ্বালানির আকাশচুম্বী দাম এবং রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার মধ্যে পূর্বে এশিয়ার জন্য বরাদ্দকৃত গ্যাস এখন আগ্রাসীভাবে ইউরোপে সরবরাহ করা হচ্ছে।