ভারতে হিজাব পরিধানের মামলায় কর্নাটক হাইকোর্টের রায় নিয়ে ভিন্নমত সুপ্রিম কোর্টের দুই বিচারপতির। একই মতামতে আসতে পারল না সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ। বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চে ‘খণ্ডিত রায়’ দিয়েছেন।
গত ১৫ মার্চ কর্নাটক হাইকোর্টের রায়ে বলা হয়েছিল, হিজাব পরাকে ধর্মাচরণের প্রয়োজনীয় অংশ হিসেবে দেখা উচিত নয়।
বৃহস্পতিবারের খণ্ডিত রায়ের ফলে উচ্চতর বেঞ্চে গিয়েছে হিজাব মামলা।
এই রায়ের বিরুদ্ধে মুসলিম ছাত্রীদের আবেদনের ধারাবাহিক শুনানির পর ২২ সেপ্টেম্বর এ বিষয়ে নিজেদের রায় সংরক্ষিত রেখেছিলেন বিচারপতি হেমন্ত গুপ্ত এবং বিচারপতি সুধাংশু ধুলিয়ার বেঞ্চ। বিচারপতি হেমন্ত কর্নাটক হাইকোর্টের রায়ের পক্ষে মত জানিয়ে আবেদন খারিজ করে দেন। তবে সংবিধানের ২৫ নম্বর ধারা উল্লেখ করে বিচারপতি ধুলিয়া মুসলিম ছাত্রীদের আবেদনের যৌক্তিকতা মেনে নিয়েছেন। হিজাব পরার অধিকারকে স্বীকৃতি দিয়েছেন তিনি।