হাতে হাতে এখন স্মার্ট গ্যাজেট। ঘরে ঘরে স্মার্ট অনুষঙ্গ। অ্যাসথেটিক ইন্টেরিয়রসের প্রধান নির্বাহী কর্মকর্তা ও পরামর্শক সাবিহা কুমু বলেন, রান্নাবান্না, পরিষ্কার-পরিচ্ছন্নতা, ঘরোয়া বিনোদন—সব ক্ষেত্রেই এখন স্মার্ট গ্যাজেটের রাজত্ব। সময় বাঁচানো আর কাজকে সহজ করাই এসব অনুষঙ্গ জনপ্রিয় হয়ে ওঠার প্রধান কারণ। সময়ের সঙ্গে এসব অনুষঙ্গে যোগ হয় আধুনিকতা।
ঘরোয়া কাজে
ব্লেন্ডার, গ্রাইন্ডার, মিক্সার, মিট টেন্ডারাইজার, ইলেকট্রিক মিট অ্যান্ড বোন স মেশিন ব্যবহারে রান্নার প্রস্তুতিতে সময় লাগে কম।
দ্রুত রান্না, সহজে খাবার গরম করার পাশাপাশি মাইক্রোওয়েভ ওভেনে থাকে ডিফ্রস্ট করার সুবিধা। অর্থাৎ, ডিপফ্রিজ থেকে জমাট খাবার বের করে নিয়ে এর সাহায্যে তা ছুটিয়ে নেওয়া যায়।