টিউবওয়েল চাপলে পিপাসা নিবারণের পানি নয়, বেরিয়ে আসছে অবৈধ মদ! এমনই এক আজব কাণ্ড দেখা গেলো ভারতের মধ্য প্রদেশে। রাজ্যের গুনা এলাকায় অবৈধ মদ ব্যবসার তদন্তে নেমে দুটি গ্রামে এমন টিউবওয়েলের সন্ধান পেয়েছে পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যমের খবরে জানা যায়, মাটি থেকে প্রায় সাত ফুট গভীরে বড় বড় পাত্রে বেআইনি মদ লুকিয়ে রাখা হয়েছিল।
আর তার ওপরে বসানো হয়েছিল টিউবওয়েল। সেটি চাপলেই পানির মতো মদ বেরিয়ে আসতো। পুলিশ জানিয়েছে, তাদের কাছে খবর ছিল, ওই অঞ্চলে অবৈধ মদের ব্যবসা চলছে। তার খোঁজে তল্লাশি চালাতেই সন্ধান মেলে টিউবওয়েলের। তা দেখে সন্দেহ হয় পুলিশের। তারপর টিউবওয়েল চাপতেই অবাক সবাই। কারণ, এর মুখ দিয়ে পানির বদলে বেরিয়ে আসছে মদ।