ঐতিহাসিক সত্যকে অস্বীকার

বাংলা ট্রিবিউন হায়দার মোহাম্মদ জিতু প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১৮:০৬

রাজনীতির একটা নৈতিক চরিত্র আছে। এর উদ্দেশ্য, দেশ ও জনগণের জন্য নিবেদন করা। কিন্তু দুর্ভাগ্য এখানে এখনও কেউ কেউ তার শেকড় অর্থাৎ মুক্তিযুদ্ধের চিন্তাকে পাশ কাটিয়ে মৌলবাদ, সাম্প্রদায়িকতা, সন্ত্রাসবাদী পাকিস্তানি ভাবধারা কায়েমের খায়েশ পোষেন। অবশ্য এখন আর ‘পোষেন’ কথাটা বলা যায় না। গত ১৫ সেপ্টেম্বর সাংবাদিকদের সাথে আলাপকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল বিষয়টি প্রকাশই করে ফেলেছেন।


রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিকভাবে দেশ এখন বিশ্বের সব উঠতি রাষ্ট্রের জন্য উদাহরণ। পাকিস্তানের সদ্য ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ইমরান খান সে দেশে ক্ষমতা গ্রহণের পরপর নিজের দেশকে সুইডেনের মতো গড়ে তুলবেন বলে মত প্রকাশ করেন। এর পাল্টা হিসেবে সেখানকার টেবিল-টকশোগুলোতে বলা হয় সুইডেন, সুইজারল্যান্ড নয়, পাকিস্তানকে বাংলাদেশের মতো করে দাও। এর কারণ বাঙালির শান্তসাহস শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে বিস্ময়কর অবস্থানে পৌঁছেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us