স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রায় চার ঘণ্টা ধরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই বিক্ষোভে বিকেল ৪টা পর্যন্ত ধানমন্ডিতে সড়কে যান চলাচল বন্ধ ছিল।
বিকেলে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুন নাহার ঘটনাস্থলে এসে শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি মেনে নেওয়ার ব্যাপারে আশ্বস্ত করেন। এরপর তাঁরা রাস্তা ছাড়েন।
বেলা তিনটার দিকে শিক্ষার্থী ও অভিভাবকদের কয়েকজন বলেন, ধানমন্ডিতে তাঁদের ক্যাম্পাস বন্ধ করে দেওয়ার চেষ্টা চলছে বলে তাঁরা জানতে পেরেছেন। ওই শাখার সুনাম আছে এমন শিক্ষকদের অন্য শাখায় বদলি করে দেওয়া হবে বলে তাঁরা জেনেছেন। বিষয়টি নিয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছে। তাই তাঁরা প্রথমে স্কুলের সামনে মানববন্ধন ও পরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাস্তায় অবস্থান করছেন।