চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রথম সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ডের লেনদেন হয়েছে। লেনদেন চালুর দ্বিতীয় দিন আজ (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে বন্ডটির (TB5Y0125) এক হাজার বন্ড লেনদেন হয়েছে।
সিএসইর তথ্য মতে, সোমবার (১০ অক্টোবর) দেশের দুই পুঁজিবাজারে সরকারি সিকিউরিটিজ বা ট্রেজারি বন্ডের লেনদেন চালু হয়। কিন্তু ডাটা মাইগ্রেশন পরবর্তী ডাটা ট্রান্সফার অর্থাৎ বিপিআইডি থেকে বিওআইডিতে সিকিউরিটিজ হস্তান্তরে প্রয়োজনীয় সময় না পাওয়ায় বেশকিছু আদেশ থাকার পরও গতকাল লেনদেন সম্ভব হয়নি।