বিদ্যুৎ ও জ্বালানি খাতের বিপর্যয় নিয়ে সংবাদ সম্মেলন করবে বিএনপি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১৩:৩৬

সরকারের লাগামহীন দুর্নীতি এবং চরম অব্যবস্থাপনার কারণেই বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিপর্যয় দেখা দিয়েছে বলে মনে করছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা।


তারা বলছেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই বিপর্যয়ের ফলে জন-জীবনে চরম অস্বস্তি সৃষ্টি হয়েছে। এছাড়া কৃষি, শিল্প ও পরিবহন খাতে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অসহনীয় মুদ্রাস্ফীতি।


সোমবার (১০ অক্টোবর) রাতে ভার্চুয়ালি অনুষ্ঠিত বিএনপির স্থায়ী কমিটির এক সভায় সদস্যরা এসব কথা বলেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।


মির্জা ফখরুল বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতের এই বিপর্যয়ের ওপরে একটি সংবাদ সম্মেলন করা হবে। সেখানে বিস্তারিত বলা হবে। চলমান পরিস্থিতি মোকাবিলায় সরকারের ব্যর্থতায় সভায় নিন্দা জানানো হয়। একইসঙ্গে অবিলম্বে সরকারের পদত্যাগ দাবি করা হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us