হিজরতের নামে নিরুদ্দেশ শতাধিক তরুণ, নতুন জঙ্গির উত্থান

কালের কণ্ঠ প্রকাশিত: ১১ অক্টোবর ২০২২, ১০:৫১

কথিত হিজরতের নামে জঙ্গিবাদে জড়িয়ে গত দুই বছরে শতাধিক তরুণের বাড়ি ছাড়ার তথ্য পেয়েছে র‌্যাব। তাঁরা সবাই নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র সদস্য। তাঁদের মধ্যে ৩৮ জনের নাম-পরিচয়সহ বিস্তারিত একটি তালিকাও প্রকাশ করেছে এ বাহিনী। এঁরা প্রত্যেকেই র‌্যাবের গোয়েন্দা নজরদারির মধ্যে আছেন।


গতকাল সোমবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন।


সংবাদ সম্মেলনে নিরুদ্দেশ তরুণদের মধ্যে ৩৮ জনের নামের তালিকা প্রকাশ করা হয়। তাঁরা হলেন মো. দিদার, তাহিয়াত চৌধুরী, আহাদ, মশিউর রহমান, সাখাওয়াত হোসাইন, আরিফুর রহমান, মো. নঈম হোসেন, শামীম মিয়া, আল আমিন ফকির, আমিনুল ইসলাম, মো. নাজমুল আলম নাহিদ, আল আমিন, শেখ আহমদ মামুন, মো. আস সামি রহমান, সাদিক, হাসান সাঈদ, বায়েজিদ, জুয়েল মুসল্লী, ইমরান রহমান শিথিল, সাইফুল ইসলাম তুহিন, আল আমিন, ইমরান, শিব্বির আহমদ, হাবিবুর রহমান, মুহাম্মদ আবু জাফর, যুবায়ের, নিহাদ আব্দুল্লাহ, মাহমুদ ডাকুয়া, আমির হোসেন, নাহিদ, সালেহ আহমাদ, রাব্বী আবদুস সালাম, ইয়াছিন ব্যাপারী, মো. মিরাজ সিকদার, ওবায়দুল্লাহ সাকিব, জহিরুল ইসলাম, আবু হুরায়রা ও আবুল বাশার মৃধা।


এঁদের মধ্যে চারজন নারায়ণগঞ্জের, নেত্রকোনার একজন, নোয়াখালীর একজন, পটুয়াখালীর একজন, ফরিদপুরের দুজন, বরিশালের তিনজন, ব্রাহ্মণবাড়িয়ার একজন, ময়মনসিংহের একজন, মাগুরার একজন, মাদারীপুরের দুজন, সিলেটের সাতজন, সুনামগঞ্জের একজন, কুমিল্লার ১৫ জন, খুলনার একজন, চাঁদপুরের একজন, ঝালকাঠির দুজন, ঝিনাইদহের একজন, টাঙ্গাইলের একজন এবং ঢাকার চার তরুণ নিখোঁজ রয়েছেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us