বহু রোগই আগাম সঙ্কেত দেয়। কিন্তু সচেতনতার অভাবে আমরা বুঝতে পারি না সে সব উপসর্গ। মাথা ঘোরানো তেমনই একটি উপসর্গ। যত ক্ষণ না গুরুতর কোনও সমস্যা দেখা দিচ্ছে, তত ক্ষণ মাথা ঘুরলেও তাকে গুরুত্ব না দেওয়াই দস্তুর। বিশেষজ্ঞরা বলছেন, সাধারণ মাথা ঘোরানোর পিছনে লুকিয়ে থাকতে পারে গুরুতর কোনও সমস্যা। তাই সময় থাকতে সতর্ক হওয়া দরকার। প্রয়োজন চিকিৎসকের পরামর্শ নেওয়া।
রক্তচাপের সমস্যা
রক্তচাপের সমস্যার অন্যতম প্রধান উপসর্গ মাথা ঘোরানো। উচ্চ রক্তচাপ ও স্বাভাবিকের থেকে কম রক্তচাপ, দুই ক্ষেত্রেই মাথা ঘুরতে পারে। এই অবস্থায় পড়ে গেলে চোট-আঘাত লাগার আশঙ্কাও খুব বেড়ে যায়। বিশেষ করে যাঁরা নিয়মিত রক্তচাপের ওষুধ খান, তাঁরা যদি কখনও ওষুধ খেতে ভুলে যান, তবে এই সমস্যা দেখা দেওয়ার আশঙ্কা বেড়ে যায়।