মানুষকে যা কিছু সময়ের উপযোগী করে তুলে তাই শিক্ষা। এর ব্যাপকতা ছড়িয়ে আছে ব্যক্তি থেকে সমাজ, সমাজ থেকে রাষ্ট্র, এবং রাষ্ট্র থেকে পুরো বিশ্বে। শিক্ষার মাধ্যমেই জীবনের সঠিক এবং আনন্দময় স্বাদ আচ্ছাদন করা যায়, যে শিক্ষার মাঝে থাকে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা, ধর্মীয় শিক্ষা, এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা। প্রতিটি শিক্ষাই মানুষের জন্যে সমান গুরুত্বপূর্ণ। একটিকে বাদ দিয়ে অন্যটির ওপর জোর দিয়ে যুগোপযোগী এবং ভারসাম্যপূর্ণ সমাজ গড়ে তোলা একেবারেই কঠিন। কারণ শিক্ষার মাধ্যমেই গড়ে উঠবে একটি সমাজ, যেখানে সাধারণের অধিকার সহজে সংরক্ষণ করা যাবে, একই সঙ্গে স্বস্তি এবং সামগ্রিক নিরাপত্তার মাধ্যমে মানুষের কাছে জীবন হয়ে উঠবে আনন্দময়।
কিন্তু বর্তমানে শিক্ষা নিয়ে নানান নেতিবাচক কথায় বাতাস ভারি হয়ে আছে। নকল, প্রশ্নফাঁস, একজনের পরীক্ষা আরেকজনের দিয়ে দেওয়া সহ আরও অনেক অনেক অভিযোগ আছে। অভিযোগ শিক্ষকদের বিরুদ্ধে, একই সঙ্গে অভিযোগ আছে অভিভাবক সম্পর্কে, এমনকি শিক্ষা প্রক্রিয়া নিয়েও অভিযোগের শেষ নেই। একটি বড় অভিযোগ হলো জিপিএ পাঁচ-এর মান নিয়ে। এখানে ছাত্রদের মেধা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না।