শিশুর মাথা ক্রমশ বড় হচ্ছে, চিকিৎসা কী

দেশ রূপান্তর প্রকাশিত: ০৮ অক্টোবর ২০২২, ১৬:২১

ব্রেইনে পানি জমা এবং মাথা বড় হওয়াকে ইংরেজিতে বলে হাইড্রোসেফালাস (ঐুফৎড়পবঢ়যধষঁং)। আমাদের ব্রেইনের গভীরে ভেন্ট্রিকল নামে এক ধরনের খালি জায়গা আছে, যেখান থেকে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুয়েড তৈরি হয়। একদিকে এই পানি যেমন তৈরি হয়, অন্যদিকে তা রক্তে শোধিত হয়। ফলে পূর্ণবয়স্ক মানুষের মগজে ১৫০ মিলি সিএসএফ থাকে। প্রতিদিন প্রায় ৪৫০ মিলিলিটার সিএসএফ তৈরি হয়। বাকি অংশ রক্তে শোষিত হয়। কোনো কারণে সিএসএফ বা সেরিব্রোস্পাইনাল ফ্লুয়েড চলার পথে যদি ট্রুমার হয়। রক্তক্ষরণ হয় বা জন্মগতভাবে রাস্তা বন্ধ হয়ে যায়। তখন হাইপ্রোসেফালাস হয়। হাইপ্রোসেফালাসের প্রধান কারণ হলো জন্মগতভাবে সিএসএফ পাথওয়ে বন্ধ থাকা; টিউমার; ব্রেইনে রক্তক্ষরণ এবং মেনিনজাইটিস বা ব্রেইনের পর্দার প্রদাহ।


জন্মগত বা হাইপ্রোসেফালাস অনেক ক্ষেত্রে প্রতিরোধ করা যায়। প্রতিরোধগুলোর ব্যবস্থা হলো অসংগতিপূর্ণ বা রক্তের সম্পর্কের মধ্যে বিয়ে-শাদি দেওয়া বা না করা। সাধারণত ন্যাচারাল টিউব গর্ভাবস্থার চার সপ্তাহের মধ্যে তৈরি হয়। ন্যাচারাল টিউব থেকে ব্রেইন, স্পাইনাল কর্ড এবং স্পাইন তৈরি হয়। মায়ের ফলিক অ্যাসিড নামক এক ধরনের ভিটামিনের অভাব হলে বাচ্চার ন্যাচারাল টিউব ত্রুটিপূর্ণ হয়। ন্যাচারাল টিউবের ডেভেলপমেন্ট ত্রুটিপূর্ণ হলে জন্মগত হাইড্রোসেফালাস ও মেরুদন্ডের জন্মগত টিউমার হয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us