পোষা বিড়াল হ্যারিয়েত। অনেকটাই যেন পরিবারের সদস্য হয়ে গিয়েছিল। কিন্তু হঠাৎ একদিন হারিয়ে যায় বিড়ালটি। অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি প্রাণীটির। এরপর দিন গড়িয়েছে, বছর পেরিয়েছে। ৯ বছর পর এসে হঠাৎ একটি ফোনকল আসে বাড়িতে। বলা হয়, হ্যারিয়েতকে খুঁজে পাওয়া গেছে। এত বছর পর এসে হ্যারিয়েতের সন্ধান পেয়ে খুশি বিড়ালটির মালিক সুসান মোর ও ব্রায়ান এলিসন দম্পতি।
ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রে। মার্কিন সংবাদমাধ্যম ইউনাইটেড প্রেস ইন্টারন্যাশনালের (ইউপিআই) এক প্রতিবেদনে বলা হয়, হ্যারিয়েতের মালিক সুসান-ব্রায়ান দম্পতি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের ক্লভিস এলাকায় বসবাস করেন। ৯ বছর আগে তাঁদের বাড়িতে ছিল পোষা বিড়াল হ্যারিয়েত। একদিন হঠাৎ নিরুদ্দেশ হয়ে যায় বিড়ালটি। আশপাশের এলাকায় খোঁজা হয় বিড়ালটিকে। কিন্তু সন্ধান পাওয়া যায়নি।