ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাসিক শহরে একটি যাত্রীবাহী বাসে আগুন লেগে অন্তত ১১ জন নিহত ও ৩৮ জন আহত হয়েছে।
শনিবার স্থানীয় সময় ভোর ৫টা ১৫ মিনিটে নাসিকের আওরঙ্গাবাদ সড়কে বাসটি একটি ট্রাককে ধাক্কা দেওয়ার পর সেটিতে আগুন ধরে যায় বলে কর্মকর্তারা জানিয়েছেন।
নাসিকের ডেপুটি পুলিশ কমিশনার আমোল টামবে বলেন, “মৃতদের অধিকাংশই বাসটির যাত্রী। বাসটি একটি স্লিপার কোচ। চিকিৎসার জন্য আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।”
এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং আগুন লাগার সুনির্দিষ্ট কারণ বের করতে তদন্ত শুরু করা হয়েছে বলে জানান তিনি।
বিজ্ঞাপন