অবাধ, গ্রহণযোগ্য নির্বাচন হলেই–বা লাভ কী

প্রথম আলো জাহেদ উর রহমান প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ১৯:২২

শিরোনামের প্রশ্নটি ইদানীং বেশ শোনা যায়। সঙ্গে শোনা যায় আরও পরিপূরক প্রশ্ন—গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হলে সেই নির্বাচনে কে ক্ষমতায় আসবে? তারা দেশকে ডোবাবে না, নিশ্চয়তা কী? প্রশ্নগুলো কিছু ‘সুশীল’ বাজারে ছেড়েছিলেন। এই দৌড়ে দু–একটি রাজনৈতিক দলের নেতারাও যে খুব পিছিয়ে আছেন, তা নয়। যখন একটা অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচনের দাবিতে মাঠের সব বিরোধী দল একজোট হয়ে আন্দোলন করার আহ্বান জানাচ্ছে, তখন আবার এই প্রশ্ন আগের চেয়ে অনেক বেশি জোরেশোরে আসতে শুরু করেছে আমাদের সামনে।


অংশগ্রহণমূলক, গ্রহণযোগ্য নির্বাচন ধারণার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ


অনেকেই বলেন, একটা ভালো নির্বাচন মানেই গণতন্ত্র না। খুব সত্যি কথা। একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচন হলেই একটা রাষ্ট্রের সর্বক্ষেত্রে গণতান্ত্রিক ব্যবস্থা এগিয়ে যাবে, দেশের মানুষ খুব ভালো থাকবে, এ নিশ্চয়তা নেই। এই সত্য মাথা পেতে স্বীকার করে নিয়েও বলছি, একটি ভালো নির্বাচন ছাড়া গণতন্ত্রের প্রথম পদক্ষেপটি দেওয়াও সম্ভব নয়। অধিকন্তু ভালো নির্বাচনকে আমরা যেভাবে ছোট করে দেখার চেষ্টা করি, একটা ভালো নির্বাচনের প্রভাব, আমি বিশ্বাস করি তার চেয়ে অনেক অনেক বেশি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us