ঢাবিতে আবরার ফাহাদ স্মরণসভায় ছাত্র অধিকারের ওপর ছাত্রলীগের হামলা

প্রথম আলো প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ১৮:৪৫

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার তিন বছর পূর্তি উপলক্ষে স্মরণসভা ডাকা হয়েছিল। ছাত্রলীগ সেখানে বাধা দিতে গেলে সভার আয়োজক ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের সঙ্গে তাঁদের বাগ্‌বিতণ্ডা থেকে মারামারি বাধে। পরে ছাত্রলীগের নেতা-কর্মীরা  ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীদের পেটান ও ধাওয়া দেন। এ সময় দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। অবশ্য ধাওয়ায় টিকতে না পেরে ছাত্র অধিকার পরিষদের নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।


আজ শুক্রবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে। ছাত্রলীগের হামলায় ১৩ নেতা-কর্মী আহত হয়েছেন বলে জানিয়েছে ছাত্র অধিকার পরিষদ। এ ঘটনায় ছাত্রলীগেরও কয়েকজন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us