র‍্যানসমওয়্যার আক্রমণের আকর্ষণীয় মাধ্যম রিমোট সার্ভিস

বণিক বার্তা প্রকাশিত: ০৭ অক্টোবর ২০২২, ১০:২০

ক্রেডেনশিয়াল বা ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেয়ার মাধ্যমে কোনো প্রতিষ্ঠানের নেটওয়ার্কে র‍্যানসমওয়্যার হামলা চালানো এখন আর নতুন কিছু নয়। এর পরিবর্তে বর্তমানে হ্যাকাররা ইন্টারনেটভিত্তিক রিমোট সার্ভিসে থাকা দুর্বল জায়গাগুলো শনাক্তের মাধ্যমে সেগুলো ব্যবহারে বেশি আগ্রহী। খবর টেকরাডার।


সিকিউরওয়ার্কস প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যানুযায়ী, র‍্যানসমওয়্যার হামলা পরিচালনাকারীরা প্রতিনিয়ত তাদের সংগ্রহে নতুন নতুন আক্রমণ পদ্ধতি যুক্ত করছে। এর মাধ্যমে কম শক্তিশালী হ্যাকাররাও আক্রমণ চালাতে সক্ষম। প্রতিষ্ঠানটির অ্যানুয়াল স্টেস অব দ্য থ্রেট প্রতিবেদনের তথ্যানুযায়ী, গত এক বছরে যে পরিমাণ র‍্যানসমওয়্যার হামলা হয়েছে তার ৫২ শতাংশ রিমোট বা দূরবর্তী পরিষেবা প্রদানকারীদের সঙ্গে সম্পৃক্ত।


রিমোট সার্ভিসের পাশাপাশি সিকিউরওয়ার্কস ইনফোস্টেলারের ব্যবহার ১৫০ শতাংশ বেড়ে যাওয়ার বিষয়টি দেখতে পেয়েছে। বর্তমানে র‍্যানসমওয়্যার হামলার অন্যতম একটি মাধ্যম এটি। প্রতিবেদনের তথ্যানুযায়ী এ দুটি কারণে বিশ্বের সব ধরনের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর জন্য র‍্যানসমওয়্যার এখন অন্যতম বড় হুমকির বিষয়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us