করোনার ধাক্কা এখনও পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বিশ্ব অর্থনীতি। এর মধ্যে যোগ হয়েছে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ। যার প্রভাব পড়েছে মূল্যবৃদ্ধিতে।
বিশ্ব অর্থনীতির এ পরিস্থিতির হাওয়া লাগছে ভারতের অর্থনীতিতেও। ২০২২-২৩ অর্থবছরে ভারতের আর্থিক প্রবৃদ্ধির হার ৬.৫ শতাংশ হতে পারে বলে মনে করছে বিশ্ব ব্যাংক। ‘দক্ষিণ এশিয়ার অর্থনীতি’ নিয়ে সাম্প্রতিক এক বৈঠকে এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
গত জুনে গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টাস শীর্ষক যে রিপোর্ট প্রকাশ করেছিল বিশ্ব ব্যাংক সেই রিপোর্টে পূর্বাভাস দেওয়া হয়েছিল, ২০২২-২৩ অর্থবছরে ভারতের প্রবৃদ্ধির হার ৭.৫ শতাংশ দাঁড়াতে পারে। এ বারের পূর্বাভাসে তা আরও ১ শতাংশ কমানো হলো। করোনা মহামারির ধাক্কা কাটিয়ে গত অর্থবছরে ভারতের আর্থিক বৃদ্ধির হার ছিল ৮.৭ শতাংশ।