You have reached your daily news limit

Please log in to continue


সাত মাস পর সেন্ট মার্টিনে আনন্দ–উচ্ছ্বাসের রাত

প্রায় সাত মাস পর পর্যটকদের পদচারণে মুখর প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন। কক্সবাজার শহর থেকে আজ বৃহস্পতিবার সকালে এমভি কর্ণফুলী জাহাজে ওই দ্বীপে বেড়াতে গেছেন ৭৫০ জন পর্যটক। দুপুর সাড়ে ১২টার দিকে পর্যটকবাহী জাহাজটি সেন্ট মার্টিন দ্বীপের জেটিঘাঁটে পৌঁছায়।

বেলা সাড়ে তিনটার দিকে মাত্র ১২ জন পর্যটক নিয়ে এমভি কর্ণফুলী আবার সেন্ট মার্টিন থেকে কক্সবাজারের দিকে রওনা দেয়। টানা সাত মাস পর সেন্ট মার্টিন দ্বীপে প্রথম রাত কাটানোর সুযোগ পেলেন এমভি কর্ণফুলীতে চড়ে যাওয়া অবশিষ্ট ৭৩৮ জন পর্যটক। আনন্দ–উচ্ছ্বাসে কাটছে তাঁদের সময়।

পর্যটকদের অধিকাংশই ওঠেন সৈকত তীরের ব্লু মেরিন, প্রাসাদ প্যারাডাইস, প্রিন্স হ্যাভেন, লাবিভা রিসোর্ট, নীলদিগন্ত, সীমানা পেরিয়ে, সমুদ্রবিলাসসহ বিভিন্ন হোটেল–রিসোর্ট–কটেজে। হোটেল থেকে বের হয়ে পর্যটকেরা নেমে পড়েন সৈকতে। কেউ কেউ সমুদ্রের স্বচ্ছ নীল জলে নেমে গোসলে ব্যস্ত হয়ে পড়েন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন