বাড়িতেই হবে ম্যানিকিউর

আজকের পত্রিকা প্রকাশিত: ০৬ অক্টোবর ২০২২, ১৬:২৭

মুখ ও চুলের যত্নের পাশাপাশি হাতের যত্ন নেওয়াও প্রয়োজন। একটু খেয়াল করে দেখুন তো, আমরা রোজ যতবার মুখ ধুই ঠিক ততবারই কি হাত ধুই? প্রতিদিনের কাজের ফলে হাতে ময়লা জমে ও মরা কোষ জন্মায়। তাই নিয়মিত হাতের যত্ন না নিলে মুখ ও হাতের রঙে সামঞ্জস্য থাকে না। হাতের যত্নে সপ্তাহে অন্তত দুবার ম্যানিকিউর করুন।


যা যা লাগবে



  • নেইলপলিশ রিমুভার

  • কটন বল

  • নেইলকাটার, ব্রাশ, নেইল ফাইলার

  • শ্যাম্পু

  • হালকা গরম পানি

  • লেবু, লবণ ও বেকিং পাউডার

  • ত্বকের উপযোগী প্যাক

  • হ্যান্ড ক্রিম বা লোশন, ময়েশ্চারাইজার।


যেভাবে করবেন



  • নখে নেইলপলিশ থাকলে প্রথমে রিমুভার ও কটন বলের সাহায্যে তুলে ফেলুন। হাত ধুয়ে ক্রিম বা লোশন লাগিয়ে নিন। এতে হাতের ময়লা নরম হবে।

  • হালকা গরম পানিতে শ্যাম্পু, লবণ, বেকিং পাউডার ও লেবুর রস মেশান। বেকিং পাউডার ত্বকের মরা কোষ দূর করতে সাহায্য করে ও লেবু ত্বক পরিষ্কার করে। এবার ২০ মিনিট এই পানিতে হাত ভিজিয়ে রাখুন। এরপর ব্রাশ দিয়ে হাতের নখ, আঙুলের ভাঁজ ও কনুই ঘষুন।

  • নেইল কাটার দিয়ে নখের পছন্দসই আকার দিন ও নখ ফাইল করুন।

  • নখ ও কুনুইতে লবণ দিয়ে ম্যাসাজ করুন। এতে করে নখ উজ্জ্বল হবে ও কনুইয়ের ত্বক মসৃণ হবে। এ ছাড়া লবণ ভালো ক্লিনজার হিসেবে কাজ করে।

  • এবার ঠান্ডা পানি দিয়ে হাত ধুয়ে নিন।

  • কাঁচা দুধ, বেসন ও কমলার খোসা একসঙ্গে মিশিয়ে প্যাক তৈরি করুন। তারপর হাতে লাগিয়ে ১৫ মিনিট অপেক্ষা করুন। শুকোতে শুরু করলে আলতো করে ঘষে ধুয়ে ফেলুন। এই প্যাক ব্যবহারে ত্বকের কালচে ভাব ও রোদে পোড়া দাগ কমে আসবে।

  • হাত মুছে ত্বকের উপযোগী ময়েশ্চারাইজার লাগান।

  • সবশেষে নখে পছন্দসই নেইলপলিশ লাগাতে পারেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us