বার্সাকে হারিয়ে নতুন শুরুর আশায় ইন্টার কোচ

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৫ অক্টোবর ২০২২, ১৮:৪৬

মৌসুমের শুরু থেকে দল নেই ছন্দে। বার্সেলোনার বিপক্ষে হেরে গেলে শঙ্কা জাগত চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বিদায়ের। হাইভোল্টেজ ম্যাচটিই জিতে যেন হারানো আত্নবিশ্বাস ফিরে পেয়েছে ইন্টার মিলান। এই জয় দিয়ে হতাশার গণ্ডি ভেঙে নতুন শুরুর ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন দলটির কোচ সিমোন ইনজাগি।

সান সিরোয় গত মঙ্গলবার ‘সি’ গ্রুপের ম্যাচে হাকান কালহানোগলুর একমাত্র গোলে বার্সেলোনাকে হারিয়েছে ইন্টার। এই জয়ে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপে দুই নম্বরে আছে ইনজাগির দল। 


৯ পয়েন্ট নিয়ে শীর্ষে বায়ার্ন মিউনিখ, ৩ পয়েন্ট নিয়ে তিনে বার্সেলোনা।


স্বস্তির জয়ের আগে সাম্প্রতিক ফর্মের কারণে বেশ চাপে ছিল ইন্টার ও ইনজাগি। সেরি আয় গতবারের রানার্সআপরা চলতি লিগে আট ম্যাচের চারটিতে হেরে নেমে গেছে নবম স্থানে, চার জয়ের তাদের পয়েন্ট ১২। লিগে এখন পর্যন্ত ১৩ গোল হজম করেছে মিলানের দলটি।


বার্সেলোনার বিপক্ষে জয় না পেলে চ্যাম্পিয়ন্স লিগের পথচলাও কঠিন হয়ে যেত ইন্টারের জন্য। শাভি এরনান্দেসের দলের কাছে হেরে গেলে হয়তো চাকরিটাও হারাতে হতো ইনজাগিকে, শোনা গিয়েছিল এমন গুঞ্জনও।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us