রেফ্রিজারেটর এখন প্রতিটি পরিবারে দরকারি যন্ত্র। তাই নিয়মিত নানা ধরনের উন্নত প্রযুক্তি যুক্ত হচ্ছে তাতে। নাগরিক জীবন অনেকটা সহজ করে দিয়েছে ঘরের কোণের এই আধুনিক যন্ত্র। ব্যস্ত জীবনে খাবার সংরক্ষণের মতো জরুরি আর কিছু আছে কি! রেফ্রিজারেটর বা ফ্রিজ কেনার আগে তাই হালনাগাদ মডেলের খোঁজ জানতে চান সবাই। রেফ্রিজারেটর তৈরির প্রতিষ্ঠানগুলোও তাই প্রতিনিয়ত নিরীক্ষা চালাচ্ছে ফ্রিজকে আরও আধুনিক করতে।
সাধারণত বিদেশ থেকে আগে ফ্রিজ আমদানি করা হতো বেশি। এখন তো দেশেই অনেক প্রতিষ্ঠান ফ্রিজ তৈরি করছে। সম্প্রতি ওয়ার্লপুল বাংলাদেশের বাজারে প্রবেশ করেছে আরও বড় পরিসরে। ট্রান্সকম গ্রুপের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশের গ্রাহকদের জন্য বিশেষভাবে পণ্য ডিজাইন করতে ম্যানুফ্যাকচারিং প্ল্যান্ট তৈরি করছে তারা। গ্লোবাল অ্যাপ্লায়েন্স লিমিটেড নামে এই যৌথ উদ্যোগের কোম্পানিটি খোলা হয়েছে ঢাকার উত্তর-পূর্বাঞ্চলে প্রায় ৮৫ হাজার বর্গফুট জায়গার ওপর।