জাতীয় গ্রিডে বিদ্যুৎ বিপর্যয়ে আজ মঙ্গলবার দুপুর থেকে রাজধানীসহ দেশের বড় এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার পরও বিদ্যুৎ না থাকায় ঢাকার বিভিন্ন এলাকায় সড়কবাতি জ্বলছে না। ফলে সন্ধ্যার পর থেকেই রাস্তাঘাট অন্ধকার হয়ে গেছে।
সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়ক (বসুন্ধরা সিটি শপিং মলের সামনের সড়ক), গ্রিনরোড (ফার্মগেট থেকে পান্থপথ হয়ে সায়েন্স ল্যাব), ইন্দিরা রোড, খামারবাড়ি সড়ক এবং মানিক মিয়া অ্যাভিনিউ সড়কে একটি সড়কবাতিও জ্বলতে দেখা যায়নি। শুধু যানবাহনের বাতির আলোয় সড়কের অন্ধকার কিছুটা দূর হচ্ছিল। আজ মঙ্গলবার হওয়ায় এসব এলাকার বিপণিবিতান ও দোকানপাট বন্ধ আছে।
সড়কবাতি বন্ধ থাকায় রিকশা চালাতে সমস্যা হচ্ছে বলে জানান চালকেরা। চালক মফিজুল ইসলাম বলেন, চারদিকে অন্ধকার থাকায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের বাতি চোখে লাগছে। গাড়ির আলো চলে যেতেই আবার স্বাভাবিক অবস্থায় আসতেও সময় লাগছে।