ইমরান খান পৃথিবীর বড় মিথ্যাবাদী: শাহবাজ শরীফ

আজকের পত্রিকা প্রকাশিত: ০৪ অক্টোবর ২০২২, ১৮:৪৫

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তানের তেহরিক–ই–ইনসাফের (পিটিআই) প্রধান ইমরান খানকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী বলে অভিহিত করেছেন দেশটির বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। তিনি বলেছেন, ইমরান খান ক্ষমতাচ্যুত হওয়ার পর সমাজে বিষ (মিথ্যা) ছড়িয়ে ভোটারদের বিপজ্জনকভাবে মেরুকরণ করছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।


গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের এপ্রিলে অনাস্থা ভোটের মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে পদচ্যুত করার পর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন শাহবাজ। ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ইমরান খান সম্পর্কে এই মন্তব্য করেন শাহবাজ।


একই সঙ্গে ইমরানকে প্রতারক দাবি করে শাহবাজ শরীফ বলেন, ‘ইমরান খান ক্ষমতায় থাকাকালে দেশব্যাপী দুর্নীতিবিরোধী তৎপরতা চালানোর মাধ্যমে ব্যক্তিগত এজেন্ডারই বাস্তবায়ন করেছিলেন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us