ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। গতকাল সোমবার তিনি বলেছেন, শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের প্রতি সহিংস আচরণের কারণে ইরানকে মূল্য চোকানোর ব্যবস্থা করবে যুক্তরাষ্ট্র। খবর এএফপির।
এক বিবৃতিতে বাইডেন বলেন, এ সপ্তাহে শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সহিংসতার জন্য ষড়যন্ত্রকারীদের মূল্য দিতে হবে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে যুক্তরাষ্ট্র। বাইডেন আরও বলেছেন, ‘আমরা ইরানের কর্মকর্তাদের জবাবদিহি চালিয়ে যেতে বাধ্য করব। আমরা ইরানিদের স্বাধীনভাবে বিক্ষোভ করার অধিকারকে সমর্থন করি।’
বাইডেন আরও বলেছেন, ইরানে শান্তিপূর্ণ বিক্ষোভে সহিংস আচরণের জন্য তিনি গভীরভাবে উদ্বিগ্ন। সেখানে সম–অধিকার ও মানবিক মর্যাদা রক্ষার দাবিতে নারী ও শিক্ষার্থীরা বিক্ষোভ করছেন। ইরানের যেসব নারী ও নাগরিক সাহসের সঙ্গে বিক্ষোভ করছেন, তাঁদের সবার পাশে যুক্তরাষ্ট্র রয়েছে, বলেছেন বাইডেন।