ব্যয়সাশ্রয়ী নীতিতে যাচ্ছে মেটা

বণিক বার্তা প্রকাশিত: ০৩ অক্টোবর ২০২২, ১২:৩২

ব্যয় সংকোচন নীতির পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মেটা। এতে নতুন কর্মী নিয়োগ আপাতত বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্লাটফর্মটি। সম্প্রতি এমনই ইঙ্গিত দেন মেটা শীর্ষ নির্বাহী মার্ক জাকারবার্গ। এতে অনেক কর্মীই ছাঁটাইয়ের শঙ্কায় ভুগছেন। খবর দ্য গার্ডিয়ান।


কর্মীদের কাছে পাঠানো এক চিঠিতে জাকারবার্গ জানান, বৈশ্বিক আর্থসামাজিক পরিস্থিতি বিবেচনায় নতুন বিনিয়োগের সিদ্ধান্ত থেকে পিছু হটতে হচ্ছে।


গত কয়েক মাসে বেশ কয়েকটি প্রতিষ্ঠানে কর্মী ছাঁটাইয়ের খবর সামনে আসার পর এবার এ তালিকায় যুক্ত হয়েছে সোশ্যাল জায়ান্টটি। মন্দার শঙ্কায় প্রযুক্তি প্লাটফর্মে এরই মধ্যে বিজ্ঞাপন কমিয়ে দিয়েছে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান।


কর্মীদের কাছে পাঠানো বার্তায় জাকারবার্গ বলেন, আশা করেছিলাম অর্থনীতি এ সময়ের মধ্যে স্থিতিশীল হয়ে যাবে। কিন্তু আমরা সে রকম লক্ষণ দেখছি না। এ কারণে আমাদের রক্ষণশীল নীতি হাতে নিতে হচ্ছে।


২০০৪ সালে ফেসবুকের যাত্রা শুরুর পর এই প্রথম ব্যয় সংকোচন নীতিতে যাচ্ছে সোশ্যাল জায়ান্টটি। ২০২৩ সালে মেটার পরিধি চলতি বছরের চেয়ে ছোট হবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us