সেরা অ্যাপস নিয়ে মিউজিয়াম বানাতে চায় বেসিস

বাংলা ট্রিবিউন প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ২০:৩৬

শেষ হলো ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২’। অষ্টমবারের মতো বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) উদ্যোগে ও বেসিস স্টুডেন্টস ফোরামের সহযোগিতায় এর আয়োজন করা হয়। শনিবার (১ অক্টোবর) রাতে ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) অডিটোরিয়ামে  পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে এ আয়োজনের পর্দা নামে। অনুষ্ঠানে জানানো হয়, বিগত দিনের আয়োজনের সেরা অ্যাপস নিয়ে মিউজিয়াম বানাতে চায় বেসিস।


এর আগে ৩০ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই হ্যাকাথন একটানা ৩৬ ঘণ্টা চলে।


পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপাচার্য তানভীর হাসান।  স্বাগত বক্তব্যে তিনি বলেন, ‘নাসা স্পেস অ্যাপস চ্যালেঞ্জ ২০২২-এ এবার দেশের ৯টি শহর থেকে ২ হাজারেরও বেশি প্রতিযোগী অংশ নেয়। সেখান থেকে শীর্ষ ১১০টি প্রকল্পের মধ্যে হাইব্রিড মডেলে শীর্ষ ৫০টি প্রকল্প নিয়ে ইন্ডিপেন্ডেট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে এবং বাকি ৬০টি প্রকল্প নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হয় দু’দিনব্যাপী হ্যাকাথন।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us