সেপ্টেম্বরে চোরাচালানের ৩২ কেজি স্বর্ণ জব্দ করেছে বিজিবি

কালের কণ্ঠ প্রকাশিত: ০২ অক্টোবর ২০২২, ১৯:০১

সেপ্টেম্বর মাসে সারা দেশের সীমান্ত এলাকা থেকে ১২১ কোটি ৫ লাখ টাকার বেশি চোরাচালান পণ্য ও মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি গত সেপ্টেম্বর মাসে দেশের সীমান্ত এলাকাসহ অন্যান্য স্থানে অভিযান চালিয়ে ১২১ কোটি ৫ লাখ ৮৬ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকারের চোরাচালান পণ্য সামগ্রী, অস্ত্র ও গোলাবারুদ এবং মাদকদ্রব্য জব্দ করতে সক্ষম হয়েছে।


জব্দকৃত মাদকের মধ্যে রয়েছে আট লাখ ৩১ হাজার ৫৯৪ পিস ইয়াবা, তিন কেজি ১৪১ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১৯ হাজার ৭৯৭ বোতল ফেনসিডিল, ১৫ হাজার ২০২ বোতল বিদেশি মদ, ৭৯৫ লিটার বাংলা মদ, ২৬৮০ ক্যান বিয়ার, ২২০৬ কেজি গাঁজা, দুই কেজি ১৬ গ্রাম হেরোইন, ২১০৯৮টি ইনজেকশন, ৬৬২০টি ইস্কাফ সিরাপ, ৭৫৫ বোতল এমকেডিল/কফিডিল, দুই লাখ ৮৫২৬৭টি এ্যানেগ্রা/সেনেগ্রা ট্যাবলেট, ৯ লাখ ৬১৫২৪ বিভিন্ন প্রকার ঔষধ এবং ৯৭৩৫০ ট্যাবলেট।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us