ভারতীয় বিনোদন জগতের জন্য় বিরাট বড় খবর। দেশের মাটি ছাড়িয়ে এবার বিদেশের মাটিতে অন্য মাত্রার জনপ্রিয়তা পেল এসএস রাজামৌলি পরিচালিত ‘আরআরআর’। হলিউডের অন্যতম বড় প্রেক্ষাগৃহে সংবর্ধনা পরিচালক এসএস রাজামৌলির। দেখানো হয়েছে ‘আরআরআর’ ছবিটিও।
হলিউডের চাইনিজ থিয়েটার নামক প্রেক্ষাগৃহে দেখানো হয়েছে এই ছবি। এটি হলিউডের অন্যতম বড় সিনেমাহল। আইম্যাক্স প্রযুক্তির এই সিনেমাহলে ‘RRR’ দেখার জন্য হাজির হয়েছিলেন বহু দর্শক। সেই প্রদর্শনীর ভিডিয়োয় ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
সেখানে দেখা গিয়েছে, শুধু ভারতে নয়, আমেরিকাতেও কীভাবে দর্শকদের মন জয় করেছে এই ছবি। এমনকী সিনেমা চলাকালীন দর্শকাসন থেকে মানুষ উঠে গিয়ে নাচতে পর্যন্ত শুরু করেছেন ছবির গানের সঙ্গে। তাতে সিনেমাটি দেখানো কিছু ক্ষণ বন্ধও করে রাখতে হয়েছে।